Thursday, March 12, 2015

‎ডুবুরি‬

রাজসিক গাম্ভীর্যে যে জাহাজ পরস্ত্রীকে করে দেশান্তরী; বেলেহাস হয়ে ভাসে 
কামসাগরে; তাকেও পাতালপুরির দৈত্ত চু করে টেনে নেয়, তখন বর্ষার 
পোয়াতি মেঘের মতো ডেকের ভেতর আটকা পড়ে অসমাপ্ত সঙ্গম
গৃহকাতর কৃষিবিজ্ঞান, আর ছাপোষা মানুষ। ওদের উদ্ধার করো ডুবুরি!
তারপর চাইলেই তুমি ফিরে যেতে পার বেলেহাসে, কামসাগরে- ওখানে
চেনা নারী, চিনেবাদামের ক্ষেতের পাশে গাজরের হাসি। ছেলেপুলেরা তাই
খরগোশ থেকে যায়। ওদের পাতালপুরের রাজপ্রাসাদের গল্প বলো তুমি
বলো রাজগম্ভীর জাহাজের কথা। কিন্তু জানো কি, প্রতিটি প্রিয় নারীর ভেতর
আড়াআড়ি শুয়ে থাকে ডুবোচর, দেশান্তর আর দেড়শ জাহাজডুবি...



No comments: