Thursday, March 12, 2015

কুইন আলেজান্দ্রিয়া বার্ডউইং

সাবেক পূর্ব ও পশ্চিম জার্মানির নোম্যানসল্যান্ডে পাখপাখালির যে অভয়ারণ্য গড়ে উঠেছে, সেখান যদি একটি কুইন আলেজান্দ্রিয়া বার্ডউইং ডানা ঝাপটায়, তবে তার প্রভাবে বঙ্গোপসাগর কী সাঙ্গু নদের জলে ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

যদিও ঢেউ আর পাতাম-নৌকা একই কুলবংশের, তবু বৈঠার সাথে ডিম ছাড়তে আসা ইলিশের সম্পর্ক ভালো না। এ জন্য অবশ্য দায়ী জার্মানির অভয়ারণ্যের সেই বার্ডউইং প্রজাপতিটি।

বার্ডউইং জানে, বাতাসে ধনেপাতার গন্ধ না মিশলে কত কত দা
লান চিৎপটাং হয়ে যায়। কত কত জানালা বৌ-বাচ্চা ফেলে রাত করে বেরিয়ে পড়ে অদৃষ্ট হণ্টনে।

পথে কত ছায়াসুন্দর। শ্যামাকঙ্কাল। তবু তীব্র ঠান্ডায় একটা মেরুন হাত আরো ক্ষীণ মেরুন একটা কফিশেকার নিয়ে ঠকঠক কাঁপতে থাকে...

তোমার আমার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘কোল্ড কফি উইথ ভেনিলা আইক্রিম’। সাইক্লোন আইয়ের মতো মহাকালের মধ্যে মিশে যাচ্ছে কতক জাফরানি আর কিছু ইরানি গোলাপের আভা...

তোমার চোখে রঙের হরবোলা, তাও জার্মানির ওই কুইন আলেজান্দ্রিয়া বার্ডউইং প্রজাপতিটির জন্য...

No comments: